সৈয়দ শামসুল হক উপন্যাস সমগ্র ১ | Syed Shamsul Haq Upanyash Samagra 1

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
কী নাম তোমার? ইয়াসিন আছে। তুমি বেহারি? SP কুঁচকে আনু জিগ্যেস করে। কিন্তু ভারী মজা লাগে তার কথা বলবার ঢং। আর কী মোটা CATE, দুটো আমপাতার মতো বড় বড়। ইয়াসিন হেসে ফেলে । আবার তেমন জোরে হাসে না, সামনে হুজুর যাচ্ছেন যে! গলা নামিয়ে বলে, B alla cor আছি খোকাবাবু। ফিন বেহারি নাই । এখন বাঙ্গালি আছি আমি | এহি হামার YTS আছে | তুমি BS খাও? ও ভি খাই তো ৷ এখন তো মাছ খায় খোকাবাবু। আমি একরোজ পকায়ে দিব, আপনি খাবেন, মা ভি খাবেন, বোলবেন কী রকম কে BS খায় নাই । হাঁ শুনে ডালু আপা খিলখিল করে হেসে উঠে। মার আচল টেনে বলে, মা দ্যাখো আনু সেপাইটার রান্না খাবে। ' ওর তো খালি এ সব। চলতে চলতে মা তার বিরক্তি প্রকাশ করেন 1 আনু তখন খুব গম্ভীর হয়ে চলতে থাকে । পথ থেকে একটা কঞ্চি কুড়িয়ে নেয়। সেটা দিয়ে ভোরের শিশিরে ভিজে থাকা লজ্জাবতীর দল ছোয়। কেমন আস্তে বুজে আসে ওরা । আনু পিছিয়ে পড়ে সবার থেকে | রেল লাইনের পাশে এত লজ্জাবতী যে বিস্ময়ে আনু সব কিছু ভুলে যায় | অবাক হয়ে তাকিয়ে দেখে ৷ একটাকে বৌজায়, আবার আরেকটা অমনি রেখে দেয় । আর থানকুনি গাছ কত! পয়সার মতো গোল গোল পাতাগুলো falta করে কাপছে ভোরের বাতাসে | এত থানকুনি গাছও একসঙ্গে আগে আর দেখেনি আনু | এখন ভাবনা কী? মা যদি ফৌড়ার ওষুধ করতে চান তো আনু একদৌড়ে এক কোচড় থানকুনি এনে দিতে পারবে | আনু, ও আনু | বাবা সামনে থেকে ডাক দেন। অনেক পিছিয়ে পড়েছে সে । আনু দৌড়ে এসে বাবার হাত ধরে | বলে, কী বাবা? জমাদার সাহেব বলেন, এই বুঝি আপনার ছোট ছেলে? হ্যা। ক্লাশ ফোরে পড়ছে। ভেরি শার্প US ইন্টেলিজেন্ট ৷ আনু বুঝতে পারে তার প্রশংসা করছেন বাবা। সে অন্যদিকে তাকিয়ে থাকে। জমাদার সাহেব অকারণে নিঃশব্দে হাসতে থাকেন। বাবা বলেন, আর আমার ছোট মেয়ে মিনু, সে সঙ্গে নেই 1 ওদের মামা এসেছিল নিয়ে গেছে। হাটতে হাটতে ডিস্ট্যান্ট সিগন্যালের কাছে এসে পড়েছে ওরা । সিগন্যালের পাশ দিয়ে ডানে রাস্তা নেবে গেছে। সেই রাস্তা! ধরলো ওরা | রাস্তার দু'পাশে পাতলা বাশ-বন। একটুখানি হাটতেই বড় রাস্তা এসে গেল | বড় রাস্তার ওপরেই থানা | হালকা লাল AQ | আবার ছাদের কাছে শাড়ির পাড়ের মতো নীল রেখা | তাইতে খেলনা বাড়ির মতো দেখাচ্ছে। সামনে শান বীধানো বিরাট বারান্দা । বারান্দার নিচে মাঠ 1 থানার বামে কোয়ার্টারগুলো ৷ ওরা এসে দেখল গরুর গাড়িটা তখনো এসে পৌছয়নি। থানা থেকে ছোট দারোগা সাহেব বেরিয়ে এলেন | এসে বাবাকে আদাব করলেন | তারপর সবাইকে নিয়ে গেলেন নিজের বাসায় | \Q



Leave a Comment