কত অজানারে [সংস্করণ-৭] | Kato Ajanare [Ed.7th]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
বাড়ির বাবু, ফিনফিনে ধুতি ও মাথায় টুপিওয়ালা দীর্ঘবগু মারওয়াড়ী কোনো শাসালো মক্কেল। আমার ঠিক সামনে গরদের চাদর গায়ে এক বাঙালী বিধবা, হাতে হরিনামের ঝুলি, কাঁচা সোনার রঙ। হয়তো কোনো জমিদার প্ৃহিণী, আইনের হেফাজত সামলাতে পুজে৷ ছেড়ে এটনি আপিসের লিফ্টে লাইন দিয়েছেন। গুটি গুটি পা পা করে আমর শেষপর্যন্ত লিফটের ভিতর ঢুকে পড়লাম। লিফ্টম্যান একবার আড়চোখে তাকালো, কিন্তু কথা বললে না। বয়স এমন কিছু হয়নি, কিন্তু মাথার prec একেবারে সাদা হয়ে গিয়েছে। “এই যে বৃন্দাবন, AA খবর ভালে! তো? সায়েবের নতুন বাবু”--বিভূতিদা আলাপ করিয়ে দিলেন। লিফ্ট ae করে উপরে উঠছে, এক একটি তলা মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। বৃন্দাবন এবার আমার দিকে ভালে করে তাকালো, কিন্তু কিছু বলার পূর্বেই তাকে হাতল ঘোরাতে হলো | নামবার সময় এসে গিয়েছে | পকেট থেকে চাবি বার করে বিভূতিদা দরজা খুললেন । আলে জ্বলে উঠলো। একটা বড়ো! ঘর। মধ্যে পার্টশন। সামনের ছোটো অংশে একটা টেবিল, আলমারি, কাগজপত্র। “আমরা এখানে বসি ।” স্থইংডোর ঠেলে বিভূতিদা আমাকে অন্যদিকে নিয়ে গিয়ে বললেন, “সায়েব এখানে বসেন ।” মস্ত টেবিল, চারিদিকে অনেকগুলে! চেয়ার । অন্য কোণে আর একটা ছোটো টেবিল । তিনদিকের দেওয়াল র্যাকে ঢাকা, তাতে অসংখ্য মোটা মোটা আইন বই । “এতো বই [” “এ আর wate বিভূতিদা বুঝিয়ে দিলেন, “বই নিয়েই তো এখানকার কারবার 1 কারখানার যেমন হাতুড়ি বাটালি, তেমনি HUA ওকালতির যন্ত্রপাতি । আরও অনেক বই লাগে । বার- লাইব্রেরিতে যখন নিয়ে যাবো তখন দেখতে পাবে ” সায়েব এখনও আসেননি । একট চেয়ারে বসে পড়লেন বিভূতিদ।। আমাকেও বসতে বলে কেমন BISA চোখে তাকালেন। তারপর আরম্ভ করলেন নিজের কথা | যোলো বছর আগে fester যখন টেম্পল চেম্বারে এসেছিলেন, o>



Leave a Comment